২৪ অক্টোবর ২০২৫

কুতুবদিয়ায় অস্ত্রসহ ৫ জলদস্যু র‌্যাবের হাতে ধরা

বাংলাধারা প্রতিবেদক »

মেঘনা গ্রুপের লাইটার জাহাজ এম ভি মার্কেন্টাইলে ডাকাতির ঘটনায় ৫ জন জলদস্যুকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২৪ মে) কক্সবাজারের জেলার কুতুবদিয়া থানার শিকদার পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলো— কুতুবদিয়া থানার উত্তর নাগপাড়া এলাকার মৃত আবু তাহেরের পুত্র মো. আবু বক্কর (৫৫), একই রাজাখালী এলাকার নুরু ছগিরের পুত্র মো. মোজাম্মেল হক (৫১), দক্ষিণ দুরুং এলাকার মো. ফেরদৌসের পুত্র মাহমুদুল করিম (৪২), শিকদারপাড়া এলাকার আবু ছৈয়দের পুত্র দিদারুল ইসলাম (৪৮), খদ্দারছড়া এলাকার সোনা মিয়ার ছেলে মো. মিনার (২৯)।

বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার শিকদার পাড়ায় মো. হোসেন আলীর চৌচালা বসতঘরের ভিতরে ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে ডাকাত দল— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে মো. আবু বক্করের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অস্ত্র, ডাকাতি ও মাদক সংক্রান্ত ৩ টি মামলা রয়েছে, মাহমুদুল করিমের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অস্ত্র এবং মাদক সংক্রান্ত ১টি মামলা রয়েছে এবং মো. মিনারের বিরুদ্ধে কক্সবাজার জেলার চকরিয়া থানায় অস্ত্র, মারামারি, চুরি, ডাকাতি সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।

গ্রেফতাররা চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী এলাকার সংঘবদ্ধ জলদস্যু বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতার আসামি এবং উদ্ধার অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মো. নূরুল আবছার।

আরও পড়ুন