২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে আত্মকর্মসংস্থানে প্রাণি সম্পদের ভূমিকা শীর্ষক সেমিনার

হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে প্রাণীর পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণী সম্পদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আধুনিক প্রযুক্তিতে গরু হ্রষ্টপুষ্টকরণ প্রকল্প, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজিত সেমিনারে মো. মতিন হক টিপুর সঞ্চালনায়, প্রাণী সম্পদ কর্মকর্তা নাবিল ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জেন আব্দুল্লাহ আল মাসুদ, উদ্যেক্তা ডা. কাজী মো. জাহেদ উল্লাহ, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া প্রমুখ।

সেমিনারে বক্তারা আসন্ন কুরবানে গরু মোটাতাজাকরণে ক্ষতিকারক ওষুধ ব্যবহারে নিষেধ এবং ক্রেতা ঠকানো থেকে বিরত থাকার অনুরোধ জানান।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিউনিটি প্রাণী সম্পদ কর্মকর্তা ইমাম হোসেন, এসিআই-এর এরিয়া সেলস ম্যনেজার মো. সোহাগ, ব্র্যাকের এরিয়া সেলস ম্যানেজার মো. আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

আরও পড়ুন