১০ নভেম্বর ২০২৫

থানচিতে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে ২ জন নিহত, আহত ৭

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান-থানচি সড়কের জীবননগর পাহাড়ে পর্যটকবাহী গাড়ি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো সাত জন।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে বান্দরবান-থানচি সড়কের নীলদিগন্ত এলাকায় জীবননগর পাহাড়ের এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনে পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নিহত হামিদুল ও অপরজন আহত ওয়াহিদ। তবে ৭ জনের পরিচয় পাওয়া জায়নি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদীপ্ত রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও বিজিবি জানিয়েছে, ঢাকা থেকে নয় জনের একটি টিম মাইক্রোবাস যোগে বান্দরবানে বেড়াতে আসে। সকালে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৩শ’ ফুট গভীর খাদে পড়ে যায়।

থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, ঘটনাস্থলেই একজন মারা গেছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে আহতদের কয়েকজনকে উদ্ধার করে বান্দরবান ও থানচি হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

আরও পড়ুন