জুবায়ের সিদ্দিকী »
রাজনীতিতে এখন দুই ভাগে বিভাজন তৈরি হয়েছে। একদল ক্ষমতায়, অন্যদল ক্ষমতার বাইরে। ক্ষমতাসীনরা সবসময় ক্ষমতাকে আঁকড়ে ধরেন চিরস্থায়ী হওয়ার সংকল্প নিয়ে।এদেশে ক্ষমতায় গেলে গদি আর ছাড়তে চায় না ক্ষমতাসীনরা। বিরোধীরাও রাজপথ উত্তপ্ত করতে ব্যর্থ হয়ে ভায়োলেন্সের রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়েন।
ক্ষমতায় বেশিদিন থাকায় তাদের মধ্যে হাইব্রিড ও তাফালিং পার্টির দৌরাত্ম বেড়েছে। ফেলুদা ও চাটুকারের সংখ্যা বাড়ছে। যে কারণে এখন দেশের রাজনীতিতে ত্যাগিরা উপেক্ষিত। বিরোধীদের কাছে অবস্থান না থাকায় সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা মহল বিশেষ সুবিধা আদায় ও আমলাদের চাটুকারী করে সমাজে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করছে।
অন্যদিকে বছরের পর বছর এরা এখন ফেলুদার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নষ্ট রাজনীতির কালো থাবা সমাজ ও সভ্যতাকে বার বার আঘাত করছে। পাড়া মহল্লা থেকে শহর বন্দর সর্বত্র তাফালিং পার্টির রাজত্ব এখন চোখে পড়ার মতো। তৃণমূল থেকে এখন আর অনেকেই উঠে আসতে পারে না উপরের দিকে রাজনীতির সিড়ি বেয়ে। পদ পদবির লড়াই এখন রাজনীতির ফ্যাশনে পরিণত হয়েছে। রাজনীতির সভ্যতা এখন লোকালয়ে থেকে লুকায়।রাজনীতিতে পেশী শক্তির মহড়া সময়ের বিষফোঁড়া হলেও তাফালিং পার্টি ফেলুদার রাজত্ব যেন সবখানে।