২৪ অক্টোবর ২০২৫

চসিক কর্মকর্তারা কি অকার্যকরী— চসিক ভবনে নয়া কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক »

কাজের ঢিলেমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকান্ডে জন্ম দিলো নতুন স্ক্যান্ডাল। ‘মেয়র এওয়ার্ড’ প্রদান সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসে, ফিরে যেতো হলো চসিক কর্মকরতাদের ঢিলেমির কারণে। এওয়ার্ড সংক্রান্ত এই সংবাদ সম্মেলন সাংবাদিকদের জন্য ছিলো প্রেস্টিজিয়াস।

শনিবার (২৮ মে) চসিকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চসিকের পুরাতন কনফারেন্স ভবনে চট্টগ্রামের সাংবাদিকদের দাওয়াত দেন। যেখানে মেয়র উপস্থিত থাকার কথা ছিলো। রোববার (২৯ মে)নির্ধারিত সময়ে সাংবাদিকরা উপস্থিত হয়ে সম্মেলন স্থলে কোনো দায়িত্বশীল কর্মকর্তার দেখা পায়নি। তা নিয়ে সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি বোঝাতে প্যানেল মেয়র ও বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের ডেকে পাঠান।

পরে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন সচিবের সাথে জরুরী মিটিং থাকায় এই সংবাদ সম্মেলন পরে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলন বাতিল হওয়ার তথ্য পূর্বে না জানানোর কারণে চসিক কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন প্যানেল মেয়র ও সাংবাদিকগণ।

পরে সার্বিক পরিস্থিতির জন্য সাংবাদিক ও আগত অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম বলেন, প্রোগ্রামটা শুরু করতে না পারার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি । স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব চট্টগ্রামে আসায় মেয়র মহোদয়কে জরুরি ভিত্তিতে সেখানে যেতে হয়েছে। বিষয়টা আপনাদের পূর্বেই জানানোর দরকার ছিল। জানাতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি।

আরও পড়ুন