১০ নভেম্বর ২০২৫

পাকিস্তানে গুমের ঘটনায় সাবেক ও বর্তমান সরকার প্রধানদের আদালতের নোটিশ  

আন্তর্জাতিক ডেস্ক »

আইনবহির্ভুত ভাবে গুমের ঘটনায় এবার পাকিস্তানের ইসলামাবাদ আদালত সরব। রাষ্ট্রীয় ভাবে গুমের ঘটনায় মৌন সম্মতি দেওয়ায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ, সদ্য বিদায়ী ইমরান খান এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নোটিশ প্রদানে সরকারকে নির্দেশনা দিয়েছেন আদালত। রোববার ইসলামাবাদ হাইকোর্ট এই নির্দেশনা দেন। (সুত্রঃ ডন)

সাংবাদিক মুদাসসর মাহমুদ নারো ও আরও পাঁচ ব্যক্তির গুমের ঘটনাসংক্রান্ত মামলায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ রোববার ১৫ পৃষ্ঠার এ আদেশ দেন।

আদেশে বিচারপতি মিনাল্লাহ বলেন, ‘অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফ ও তার উত্তরসূরি সব নির্বাহী প্রধান এবং বর্তমান দায়িত্বরত প্রধানমন্ত্রীসহ সাবেক প্রধানমন্ত্রীরা গুমসংক্রান্ত নীতির প্রতি মৌন সম্মতি দেওয়ার মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন।

বিচারপতি আরো বলেন, পারভেজ মোশারফের আত্মজীবনী ‘ইন দ্য লাইন অব ফায়ার’-এ তিনি স্বীকার করেছেন, গুম ‘রাষ্ট্রের অঘোষিত নীতি ছিল’।
আদেশে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, গুমসংক্রান্ত এই অনুমান খণ্ডন করার দায়িত্ব প্রত্যেক নির্বাহী প্রধানের ওপর বর্তায়। রাষ্ট্রদ্রোহের অপরাধে কেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ব্যাখ্যা করার দায়িত্বও তাদের।

বিচারপতি তার আদেশে আরো বলেন, নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ন হয় এমন ঘটনার সাথে রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার জড়িত থাকা রাষ্ট্রের আইনের ভিত্তিকে দূর্বল করে। গুমের মত ঘটনার ব্যাপারে পাকিস্তানের মিডিয়াকে আরো তৎপর হওয়ার জন্য আদালত নির্দেশ দেন।

আরও পড়ুন