বিশেষ প্রতিবেদক »
নগর যুবলীগের সম্মেলনে সংবাদ মাধ্যমের বিরোধী দলের ভূমিকা পালন করা নিয়ে সমালোচনা করেছেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা করা স্বাভাবিক। কিন্তু সমালোচনা যদি উদ্দেশ্যপ্রণোদিত হয়, তার সমালোচনার অধিকারও জনগণের আছে। কিছু কিছু পত্রিকা এই কাজ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশকে ঝুঁকিপূর্ণ ও সংকটময় দেখানোর চেষ্টা চলছে।’
‘জাতীয় সরকারের তত্ত্ব নিয়ে মাঠে হাজিরের সরব কিছু ব্যক্তি । যারা এক এগারোর সঙ্গে জড়িত এবং অনির্বাচিত সরকারের সুবিধাভোগী। তাদের ভূমিকার কারণেই গণতান্ত্রিক সরকার সংকটে পড়ে। অগণতান্ত্রিক শক্তিগুলো ডালপালা মেলেছে। এরা এখন মাঠে সক্রিয়।’
শেখ পরশ আরো বলেন, ‘শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে৷ তিনিই ন্যায় ও নিরপেক্ষতার মূর্তমান প্রতীক। ২০৪১ সালের মধ্যেই এ দেশ উন্নত দেশে পরিণত হবে। ২০২৩ সালে আবারও জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে পরিশ্রম করতে হবে।’













