১০ নভেম্বর ২০২৫

শিশু হত্যা করা পলাতক সেই পিতা  আটক

বাংলাধারা প্রতিবেদক »

শিশু সন্তান  আল-আমিন হত্যা মামলায় পলাতক সৎ বাবা মোকাররম হোসাইনকে (২৭) আটক করেছে পুলিশ। আজ সোমবার (৩০ মে) বিকেলে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, শিশু আল আমিন হত্যার ঘটনায় তার মা ইয়াছমিন বাদী হয়ে আজ সকালে মামলা দায়ের করেন। আজ বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিহত আল-আমিন ইয়াছমিনের আগের ঘরের সন্তান। তারা নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ এলাকায় থাকত। গৃহকর্মীর কাজ করা ইয়াসমিন আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মোকারমকে বিয়ে করেন।

রবিবার সকালে ইয়াছমিন কাজে বেরিয়ে যায়। ইয়াছমিন বের হওয়ার পর স্বামী মোকাররম শিশু আল-আমিনকে দুষ্টমির শাস্তি হিসেবে গুরুতর আঘাত করে। আহত শিশুটিকে মা ইয়াছমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু আল-আমিনের মৃত্যু হয়।

আরও পড়ুন