১০ নভেম্বর ২০২৫

রফতানি খাতে ভূমিকা রাখবে চট্টগ্রাম, স্পেন রুটে জাহাজ চলাচল

শাহ আব্দুল্লাহ আল রাহাত »

চট্টগ্রাম বন্দর থেকে স্পেন রুটে চালু হয়েছে সরাসরি জাহাজ সার্ভিস। গত ২৫ মে স্পেনের বার্সালোনা বন্দর থেকে প্রথম জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে ভীড়ে। এবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্পেনের উদ্দেশে ছেড়ে গেছে জাহাজ। এই রুট চালু হওয়ায় রপ্তানি খাতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি বছরের ‍শুরুতেই ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড পরিমাণ কন্টেইনার রফতানির কথা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেখানে বেশিরভাগ পণ্য ছিলো রপ্তানিযোগ্য পোশাক। গত ২৭ মে চট্টগ্রাম থেকে ৭শ একক রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম স্পেন রুটে স্পেন থেকে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে গিয়েছে। বন্দর ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আরো একটি রুটে সরাসারি জাহাজ চলাচল চালু হলো।

চট্টগ্রাম ইউরোপ রুটে সর্বপ্রথম জাহাজ চালু হয়েছিলো ২০২২ সালের ৭ ফেব্রুয়ারী। চট্টগ্রাম ইতালি রুটে দুটি কন্টেইনার জাহাজ দিয়ে চলছে এই সার্ভিস।এছাড়া গত ২০ মে  চট্টগ্রাম লিভারপুল রুটে চালু হয়েছিলো জাহাজ সার্ভিস। তবে চট্টগ্রাম-বার্সেলোনা রুটে রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতি ১৫ দিন পরপর ছেড়ে যাবে ‘এমভি স্পিকা’, ‘এমভি এন্ড্রোমেডা জে’ এবং ‘এমভি মিউজিক’ নামের তিনটি জাহাজ। রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকস জাহাজ তিনটি বাংলাদেশের স্থানীয় শিপিং এজেন্ট। এই রুটে জাহাজ চলাচল মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সাথে কানেক্ট হবে বার্সোলোনা বন্দর এবং নেদারল্যান্ডের রটারড্যাম বন্দর।

নেদারল্যান্ডে অবস্থিত রটারড্যাম বন্দর বর্তমানে ইউরোপের বৃহত্তম এবং বার্ষিক পণ্য খালাসের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বন্দর। ২০১২ সালে ৫৪ কোটি ১৫ লাখ টন পণ্য পরিবহনে যুক্ত ছিল বন্দরটি। বন্দরটির দৈর্ঘ্য প্রায় ৪২ কিলোমিটার এবং প্রায় ১২ হাজার ৪২৬ হেক্টর এলাকায় বিস্তৃত।

বাংলাদেশ ইউরোপের যে কয়েকটি দেশ পোশাক রপ্তানি করে থাকে তন্মধ্যে স্পেন অন্যতম।ইউরোপের এই দেশে বাংলাদেশ প্রধানত তৈরী পোশাক রপ্তানি করলেও নানান উৎপাদিত পণ্যও রপ্তানি করে থাকে। যেগুলোর মধ্যে অন্যতম পাদুকা, কার্পেট, ডেইরিসহ অন্যান্য পণ্য।

বাংলাদেশ বিশ্ববাজারে রপ্তানির প্রায় ৮২ শতাংশ পোশাক পণ্য রপ্তানি করে থাকে।এই রপ্তানির ৫১ শতাংশ হয়ে থাকে ইউরোপের দেশ ‍গুলোর সাথে।বাকি ৪৯ শতাংশ আমেরিকা,এশিয়া,কানাডা সহ অন্যান্য দেশে হয়ে থাকে।

রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকসের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন,এই রুটে জাহাজ চলাচল বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ বন্দরের সাথে চট্টগ্রাম বন্দরকে যুক্ত করবে। ফলে আমাদের রপ্তানি খাতেও অগ্রগতি হবে। এই দুইটি দেশে বাংলাদেশি পণ্যের চাহিদাও বাড়বে।

বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাধারাকে জানান, স্পেনের ক্রেতাদের কাছ অল্প সময়ের ভিতর কার্গো পৌঁছানোর ক্ষেত্রে এই রুটে জাহাজ চলাচল অবশ্যই ভূমিকা রাখবে।তিনি আরো বলেন, বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্ব বাজারে আরো বেশী জনপ্রিয় করে তুলতে দ্রুত ক্রেতাদের কাছে পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ।

বার্সোলোনা বন্দর সাথে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলার চলাচলের ক্ষেত্রে সরাসরি রুট চালু হওয়ায় দেশের রপ্তানি খাতে এবং অর্থনীতিতে ভূমিকা রাখার কথা জানান বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। তিনি বলেন, সরাসরি রুটে জাহাজ চলাচলের কারণে জাহাজ গুলো সরাসরি বন্দর জেটিতে ভিড়তে পারবে। ফলে সময়ের ক্ষেপণেরর বিষয়টি হ্রাস পাবে। তিনি আরো বলেন, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে সরাসরি পণ্য পরিবহনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা প্রদান করবে।এতে উপকৃত হবে রপ্তানিকারকরা।

আরও পড়ুন