৮ নভেম্বর ২০২৫

বান্দরবানে সাড়ে ৬ কেজি গাঁজাসহ র‍্যাবের ২ জন ধরা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে গভীর রাতে অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নুরুল আবসার (৪৮) ও জাহাঙ্গীর আলম (৪১) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব -১৫।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  সদর উপজেলার ২ নং কুহালং ইউনিয়নের বাকীছড়া মুখ এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নুরুল আবসার (৪৮) রাঙ্গুনিয়া থানার ৭ নং ওয়ার্ডের পূর্ব খুরুশিয়া ফকির টিলা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে ও অপর একজন জাহাঙ্গীর আলম (৪১) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুল গ্রামের মৃত আজিজুল্লাহ ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহ হলে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন আটক করা হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ