৮ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা ফুটবল একাদশ।

সোমবার (৩০ মে) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রানার্স আপ হয়েছে আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন ফুটবল একাদশ।

এ খেলায় ২-১ গোলে আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি  জেতার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন জেলা রেফারি এসোসিয়শনের সদস্য মো.মিজানুর রহমান। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন সুভাষ বৈদ্য ও টিপু সাহা।

ফাইনাল খেলা শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।

ক্রিড়া সংগঠক হারুনুর রশিদ বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ভেটেরিনারি সার্জন ডা. মহিউদ্দিন একরাম,  যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, মো.জাহাঙ্গীর আলম, আরিফ উদ্দিন জুয়েল, রেবেকা সুলতানা মণি ও আহলা কড়লডেঙ্গা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাদ্দাম।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ