৮ নভেম্বর ২০২৫

মেসি বলছে, এবারের ব্যালন ডি’অর বেনজেমার

স্পোর্টস ডেস্ক»

মৌসুম জুড়ে অসাধারণ পারফরম্যান্স করে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এ বছরের ব্যালন ডি’অরের অপ্রতিদ্বন্ধী দাবিদার হয়ে উঠেছেন করিম বেনজেমা। এই স্বীকারোক্তি খোদ মেসির। যার ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রতিদ্বন্ধী রিয়াল মাদ্রিদ, সেই মাদ্রিদের বেনজেমার প্রশংসায় পঞ্চমুখ লিও।

মৌসুম টা মোটেও ভালো যায়নি এই আর্জেন্টাইন সুপারস্টারের। পিএসজির জার্সিতে ছিলেম ম্লান। নিজ দেশের গণমাধ্যমের সাথে এক বিশদ সাক্ষাতকারে অনেক কিছুই বলেন এই কিংবদন্তী।

ব্যালন ডি’অরের প্রশ্ন আসতেই তিনি বলেন , বেনজেমা পুরো মৌসুম যেভাবে খেলেছে, এবারে ব্যালন ডি’অর তারই প্রাপ্য। গত মৌসুম দূর্দান্ত খেলা বায়ার্ন স্টার লেভান্ডস্কি ব্যালন ডি’অর না পেয়ে মেসি পাওয়াতে হয়েছিলো অনেক সমালোচনা।

এবারেও যদি তেমন কিছু না ঘটে তবে করিম বেনজেমার ট্রফিকেসেই উঠবে এবারের ব্যালন ডি’অর।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ