৮ নভেম্বর ২০২৫

ভিক্ষা করার সময় অজ্ঞান, এরপর মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

নগরীর চকবাজার থানাধীন নার্সারি মোড় এলাকায় অজ্ঞান হয়ে সালাম (৬৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মে) দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, নার্সারি মোড় এলাকায় ভিক্ষা করার সময় সালাম নামে এক ভিক্ষুক হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ