বাংলাধারা ডেস্ক »
অবৈধ ভাবে ধান-চালের মজুত ঠেকাতে মঙ্গলবার থেকে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি দল (টিম)।
ধান চালের অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা তদারকির পাশাপাশি টিমের সদস্যরা অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও কাজ করবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এ সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগের দিন সোমবার মন্ত্রিসভার বৈঠকে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলো প্রধানমন্ত্রী। সেই নির্দেশনা পরদিনই খাদ্য মন্ত্রণালয় থেকে এই ঘোষনা আসলো।
আজ থেকে মাঠ পর্যায়ে কাজ করবে আটটি দল। অবৈধ মজুত ঠেকাতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আধা সরকারি পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও এ বিষয়ে পত্র দেওয়া হবে।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষে অবৈধ মজুত সম্পর্কিত তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩,০১৭৯০৪৯৯৯৪২ ও ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।













