৮ নভেম্বর ২০২৫

পায়ের উপর পা তুলে বসা নিয়ে মহসিন কলেজ ছাত্রলীগের মারামারি

বাংলাধারা ডেস্ক »

‘পায়ের ওপর পা তুলে বসাকে’ কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। এ ঘটনায় কলেজ ছাত্রলীগ নেতা রবিউল ওয়াহাব কমল আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা রবিউল ওয়াহাব কমল ও  যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশের গ্রুপের মধ্যে এ মারামারি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, পা তুলে বসাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। প্রথমে তর্কাতর্কি পরে  একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে রবিউল ওয়াহাব কমল নামের এক ছাত্রলীগ নেতা আহত হয়। পরে ছাত্রলীগের বাকি নেতাকর্মীরা এসে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাভাবিক অবস্থা দেখতে পান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ