৩০ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ডাকবাংলো এলাকায় মিনিট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী মো. সাইফুল ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (১ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার চুনতি ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়ার বজল আলী ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সাইফুল বাইসাইকেল নিয়ে চুনতি বাজার থেকে ডাকবাংলোর দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি চট্টগ্রামমুখী সবজি বোঝাই মিনিট্রাক ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এদিকে, ঘটনাস্থল থেকে মিনিট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাকসুদ আহমেদ বলেন, লাশ পরিবারের কাছে রয়েছে। মিনিট্রাক এবং চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন