৩০ অক্টোবর ২০২৫

দুই খালাতো বোনের মুখে অ্যাসিড নিক্ষেপের দায়ে ভাইবোনের যাবজ্জীবন

বাংলাধারা ডেস্ক »

দুই খালাতো বোনের মুখ অ্যাসিডে ঝলসে দেওয়ার দায়ে দুই ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম আদালত।

বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এক যুগ আগে হওয়া এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি ফারজানা লতিফ সাকি (৩৫) ও ইফতেখার লতিফ সাদি (৩৩) রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। সাজা ঘোষণার পর তাদের কারাগারে প্রেরণ করা হয়।

আদালতের অতিরিক্ত পিপি তসলিম উদ্দিন জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে ২০০২ সালের অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের ৫(ক) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

কারাদণ্ডের পাশাপাশি সাকিকে ৫০ হাজার টাকা এবং সাদিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রায়ের পর আসামিদের আইনজীবী শম্ভু প্রসাদ বিশ্বাস সাংবাদিকদের বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।

উল্লেখ্য ২০১০ সালে নগরীর বাদুরতলা এলাকায় নিজ বাসায় কারিনা ও তাসনিম নামে দুই বোনের মুখে এসিড নিক্ষেপ করে তাদের খালাতো বোন  সাকি  যার সহযোগিতায় ছিলো আসামীর ভাই সাদী।

আরও পড়ুন