বাংলাধারা প্রতিবেদক»
টেকনাফ থেকে ৩ বছরের শিশু সন্তান সাদিয়াকে নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় আটক স্বামী মোজাফফরকে (৪৫) দেখতে এসেছিলেন সেনোয়ারা বেগম (৪০)। রাতে থাকার জায়গা না পেয়ে শিশু সাদিয়াকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন শাহ আমানত মাজারে। রাতে মেয়েকে নিয়ে শুয়ে পড়লে মাঝ রাতে ঘুম ভেঙ্গে দেখেন শিশু সাদিয়া পাশে নেই।
আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে কল করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ। কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতা চান মা সেনোয়ারা বেগম। পরে পুলিশের তৎপরতায় বদর শাহ মাজার থেকে শিশু সাদিয়াকে উদ্ধার করা হয়।
বুধবার (১ জুন) রাত ১২ টার সময় ঘটনাটি ঘটে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, উক্ত এলাকা সহ আশেপাশে্র এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বুধবার বিকাল ৫ টাই বদর শাহ মাজার থেকে শিশি সাদিয়াকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।













