২৪ অক্টোবর ২০২৫

চবিতে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের অবস্থান কর্মসূচি স্থগিত

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে শিক্ষার্থীরা যে অবস্থান কর্মসূচি করছিল তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১ টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ নেই। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করতে ক্যাম্পাসে আসছে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকেছে। তাই আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছি। আমাদের দাবি মানা না হলে আমরা সামনে কঠোর আন্দোলনে যাব। ১৫ জনের একটি দল ক্যাম্পাসে যাচ্ছি।’

প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ না যে তারা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তবুও শিক্ষার্থী হিসেবে তাদের প্রতি আমাদের স্টাফ কর্নার আছে। রেল কর্তৃপক্ষ তাদের আমাদের সঙ্গে আলোচনা করতে পাঠিয়েছে। তাদের দরকার হলে তারা কথা বলবে। আমাদের কেন্দ্রীয় ভর্তি কমিটিতে সিদ্ধান্ত নেয়া আছে। তারপরও আমরা সামনের মিটিংয়ে বিষয়টা উপস্থাপন করবো।’

এর আগেও বিভিন্ন সময় চট্টগ্রাম প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে কাফনের কাপড় পরে ও বিভিন্ন স্লোগানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তবে ট্রেন বিলম্ব হয়নি। ক্রসিংয়ের কারণে কিছুটা দেরি হয়েছে।

আরও পড়ুন