পাকিস্তান সেনাবাহিনীকে ইঙ্গিত করে মন্তব্য ইমরানের
আন্তঃর্জাতিক ডেস্ক»
নির্বাচনের ঘোষণা না দিকে গৃহযুদ্ধের দিকে আগাবে পাকিস্তান। এমনটাই হুঁশিয়ারি দিলেন তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার (০১ জুন) এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তান মুসলিম লীগ (নেওয়াজ) কে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কিনা আমরা তা পর্যবেক্ষণ করছি। নির্বাচন ব্যতীত যেকোনো পদক্ষেপ পাকিস্তানকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে। বর্তমান পার্লামেন্টে যোগ দেওয়ার বিষয়টি প্রত্যাখান করেন তিনি বলেন, এতে তার সরকার উৎখাতের ষড়যন্ত্রকে মেনে নেওয়া হবে।
বিক্ষোভকারীদের সুরক্ষা চেয়ে করা তার দলের আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন ইমরান খান। আদালতের সিদ্ধান্ত পাওয়ার পরই পরবর্তী মিছিলের তারিখ ঘোষণা করবেন।
পাকিস্তান সেনাবাহিনীকে ইঙ্গিত করে ইমরান বলেন, সবাই জানে পাকিস্তানের ক্ষমতা কোথায় থাকে, ফলে আমাদের তাদের ওপর নির্ভর করতে হয়েছিলো। সরকারের হাত বাধা ছিল। এবং সব জায়গা থেকে ব্ল্যাকমেইল করা হচ্ছিলো। ক্ষমতা সরকারের সঙ্গে ছিল না।
ইঙ্গিত অস্পষ্ট রেখে ইমরান বলেন, সরকার সবসময়ই তাদের ওপর ভরসা করেছে। তাদের ক্ষমতা আছে কারণ তারা এনএবি’র (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো) মতো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে যা সরকারের নিয়ন্ত্রণে ছিল না।













