আন্তর্জাতিক ডেস্ক »
দুর্ঘটনার কবলে পড়ার পর ভারতে একটি বাসে আগুনে পুড়ে সাত যাত্রী নিহত হয়েছেন। আহতও হয়েছেন বেশ কয়েকজন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, শুক্রবার সকালে কামালাপুরা শহরের কাছে একটি ভাড়া করা বাসে আগুন ধরে যাওয়ার পর অন্তত সাত যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বাসের সঙ্গে একটি টেম্পো ট্রাক্সের সংঘর্ষের কারণে।
খবরে বলা হয়, ওই বাসে ২৯ জন যাত্রী ছিলেন। বাসটি যাচ্ছিল গোয়া থেকে হায়দ্রাবাদ।
পুলিশের সূত্র জানায়, ২২ জন যাত্রী বাস থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। পরে বাসটি আগুনের কারণে সম্পূর্ণ পুড়ে গেছে। আহতদের কালাবুরাগীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে।
সূত্রটি জানায়, এ ঘটনায় টেম্পো ট্রাক্সের চালকও গুরুতর আহত হয়েছেন।













