২৯ অক্টোবর ২০২৫

মিয়ানমারে ২ গণতন্ত্রপন্থীকে মৃত্যুদণ্ডের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক»

মিয়ানমারে দুই গণতন্ত্রপন্থী আন্দোলনকারীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে দেশটির সামরিক আদালত। তাদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করা হলেও তা খারিজ হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার ।

চলতি বছরের জানুয়ারিতে বর্ষীয়ান গণতান্ত্রিক আন্দোলনকারী কিয়াও মিন ইউ ও সাবেক ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) আইনপ্রণেতা ফায়ও জেয়ার থাওকে মৃত্যুদণ্ড দেয় দেশটির সামরিক ট্রাইব্যুনালে। তাদেরকে দেশদ্রোহীতা ও সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করা হয়েছিলো।

এবার খারিজ হলো তাদের আপিল। এর মাধ্যমে মৃত্যুদন্ডের রায় কার্যকরের আর কোনো বাধা রইলো না।

এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মিয়ানমারের  জান্তা সরকারের এই আদেশ মানবাধিকারের ‘নির্লজ্জ লংঘন’। তিনি অবিলম্ভে বন্দীদের মুক্তি দাবী করেন। এবং মৃত্যুদণ্ডের এই আদেশ প্রত্যাহার করতে বলেন।

আরও পড়ুন