২৯ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে বোয়ালখালী আ.লীগের বিক্ষোভ

বোয়ালখালী প্রতিনিধি »

ছাত্রদল কর্তৃক প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনগুলো।

শনিবার (৪ জুন) সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন পাপ্পু ও শেখ শহীদুল আলম প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এর পরই এই স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে এ প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন