সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত শতাধিক জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৪ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহত ও তাদের স্বজনদের আর্তচিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঘটনাস্থলে আহতদের সাথে আসা ব্যক্তিবর্গ বলছেন, হতাহতের সংখ্যা প্রায় চার শতাধিকের উপরে ছাড়িয়ে যেতে পারে ।
জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বিএম কন্টেইনার ডিপুতে রাত ১১ টায় ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে ডিপোর সংরক্ষিত মালামালের পাশাপাশি আশেপাশের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কন্টেইনার আছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিকট শব্দের একটি বিস্ফোরণের একটি শব্দ তারা পেয়েছেন। এরপর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন তারা। ধারণা করা হচ্ছে কনটেইনারে বিস্ফোরকজাতীয় দ্রব্যের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকেও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আনা হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।’ তবে কতজন হতাহত হয়েছেন সঠিকভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। বিস্ফোরণে অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন। নিহত আছে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে।













