১২ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে হতাহতে প্রধানমন্ত্রীর শোক, আহতদের সুচিকিৎসার নির্দেশ

বাংলাধারা ডেস্ক »

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাছাড়া তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রী দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৫ ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ধারণা করা হচ্ছে এই আগুন লেগেছে রাসায়নিকের কন্টেইনার বিস্ফোরণ থেকে। এর শব্দ শোনা গেছে চার কিলোমিটার দূর থেকেও, এতে ভেঙে পড়েছে আশপাশের ভবনের কাচ।

শনিবার রাতে সীতাকুণ্ডের শীতলপুরে বিএম কনটেইনার ডিপোতে লাগে আগুন। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে কন্টেইনার থেকে কন্টেইনারে। এসবে রাসায়নিক থাকায় পর্যায়ে প্রচণ্ড শব্দে হয় বিস্ফোরণ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ