১২ নভেম্বর ২০২৫

ডিপোর মালিকপক্ষকে খুঁজে পাওয়া যায়নি— বললেন ফায়ার সার্ভিসের ডিজি

বাংলাধারা ডেস্ক »

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর এ ডিপোর মালিকপক্ষকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

রোববার (৫ জুন) সকাল সাড়ে দশটায় ঘটনাস্থলে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, এ কনটেইনার ডিপোর মালিককে আমরা পাচ্ছি না। তাদের পক্ষের কাউকেই আমরা দেখিনি। আগুন লাগা কনটেইনার ডিপোর কাউকে যদি আমরা পেতাম, তাহলে জানতে পারতাম এখানে কোন ধরনের কেমিক্যাল আছে বা কোন কনটেইনারে কী আছে।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরও বলেন, ‘এ কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড ছিল। কিছু সময় পর পর এখনো বিস্ফোরণ হচ্ছে। আমি পরিদর্শনকালে ছয়টি বিস্ফোরণ দেখেছি। কেমিক্যালের জন্য আগুন নেভানো যাচ্ছে না।’

ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, ‘এক এক ধরনের কেমিক্যালের ধরণ একেক রকম। ধরণ জানা নেই বলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। মালিককে খুঁজে পেলে কেমিক্যাল অনুযায়ী আগুন নিয়ন্ত্রণ করতে সুবিধা হতো।’

পানি দিয়ে এ কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, জানতে চাইলে ব্রিগেডিয়ার মো. মাইন উদ্দিন বলেন, ‘সম্ভব হতো, তবে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণের জন্য ফায়ার ফাইটাররা কনটেইনারগুলোর কাছে যেতে পারছেন না। গতকাল (শনিবার) রাতে আমরা ফোম ব্যবহার করেছি, ফোম টেন্ডার এখানে রয়েছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ