বাংলাধারা ডেস্ক»
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
রোববার (৫ জুন) দুপুরে এ তথ্য জানানো হয়।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর ২৫০ সদস্য উদ্ধারকাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
সবশেষ তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন চার শতাধিক। আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস।
এর আগে আহতদের চিকিৎসার জন্য সামরিক বাহিনীর বিশেষায়িত হাসপাতাল সম্মিলিত সামরিক হাসপাতাল ( সিএমএইচ) খুলে দেওয়া হয়।













