বাংলাধারা প্রতিবেদক»
সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে মালিক কর্তৃপক্ষ স্মার্ট গ্রুপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় কোম্পানিটির জেনারেল ম্যানেজার (জিএম) মেজর শামসুল হায়দার সিদ্দিকী (অব.) এ ঘোষণা দেন। এ ঘটনায় হতাহতের জন্য গভীর দুঃখ প্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে আহতদের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণসহ নিহত-আহতদের পরিবারের সদস্যদের দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দেন তিনি।
তিনি তার ভিডিও বার্তায় আরো বলেন, এই ঘটনায় মালিক পক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে।
উল্লেখ্য বিএম কন্টেইনার একটি জয়েন্টভেঞ্চার কোম্পানি হলেও তা পরিচালনায় ছিলো স্মার্ট গ্রুপ।
ঘটনার পর থেকে ঘটনাস্থলে স্মার্ট গ্রুপের এক কর্মকর্তা ছাড়া মালিক পক্ষের কেউ উপস্থিত হয়নি।













