১২ নভেম্বর ২০২৫

দুর্ঘটনাস্থলে নেই মালিক পক্ষ, সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানটির জিএমের ভিডিও বার্তা

বাংলাধারা প্রতিবেদক»   

সীতাকুণ্ডে বিএম কন্টেইনারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে মালিক কর্তৃপক্ষ স্মার্ট গ্রুপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় কোম্পানিটির জেনারেল ম্যানেজার (জিএম) মেজর শামসুল হায়দার সিদ্দিকী (অব.) এ ঘোষণা দেন। এ ঘটনায় হতাহতের জন্য গভীর দুঃখ প্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে আহতদের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণসহ নিহত-আহতদের পরিবারের সদস্যদের দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দেন তিনি।

তিনি তার ভিডিও বার্তায় আরো বলেন, এই ঘটনায় মালিক পক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে।

উল্লেখ্য বিএম কন্টেইনার একটি জয়েন্টভেঞ্চার কোম্পানি হলেও তা পরিচালনায় ছিলো স্মার্ট গ্রুপ।

ঘটনার পর থেকে ঘটনাস্থলে স্মার্ট গ্রুপের এক কর্মকর্তা ছাড়া মালিক পক্ষের কেউ উপস্থিত হয়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ