১২ নভেম্বর ২০২৫

সংকটাপন্নরা উন্নত চিকিৎসার জন্য যাচ্ছে ঢাকায় – ব্যারিস্টার নওফেল

বাংলাধারা প্রতিবেদক »

বিএম কন্টেইনার ডিপোতে আশংকাজনক অবস্থায় উদ্ধারকৃতদের মধ্যে যাদের অবস্থা বেশী সংকটাপন্ন তাদের উন্নত চিকিৎসার উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায়। রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতের দেখতে এসে এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এর মধ্যে ১০ জন মুমূর্ষু রোগীকে স্থানান্তরিত করা হচ্ছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।যাদের মধ্যে রয়েছে ফায়ার সার্ভিসের একাধিক সদস্য।যারা চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রাম সামরিক হাসপাতাল থেকে সংকটাবস্থা থাকা রোগীদের হেলিকাপ্টার যোগে ঢাকায় নেওয়ার পর চট্টগ্রাম মেডিকেলে যারা মূমুর্ষ অবস্থায় আছেন তাদের ও ঢাকা নেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষা উপমন্ত্রী।

এর আগে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত সব ডাক্তারদের ছুটি বাতিল করে কর্মস্থলে যোগাদানের নির্দেশ দেন জেলা সিভিল সার্জন অফিসার।

বোরবার চমেক পরিদর্শনের সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষনিক বিষয়টি তদারকি করেন। তিনি নিহতের পরিবার প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন।তিনি আরো বলেন, যেসব ফায়ার সার্ভিসের কর্মীরা মারা গিয়েছেন তারা সবাই নিজেদের জীবন উৎসর্গ করেছেন।জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ