বাংলাধারা প্রতিবেদক »
ধোঁয়ায় ঢাকা সীতাকুন্ডের আকাশ। প্রায় ১৯ ঘন্টা অতিক্রম হলেও এখনো নেভেনি বিএম কনটেইনার ডিপোর আগুন। ৩৯, ৪২ অতিক্রম করে মৃতের সংখ্যা এখন বেড়ে দাড়িয়েছে ৪৯ এ। আহতের সংখ্যা চারশোর অধিক। দুর্ঘটনাস্থলে নিয়োজিত ফায়ার ফাইটার্সরা এখনো ক্লান্ত হাতে আগুন নেভানোর সর্বোচ্ছ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গতকাল (৫ জুন) রাত ১১ টায় সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে সংঘটিত অগ্নিকান্ড এবং বিস্ফোরণে হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) সহ নগরীর বেসরকারি হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। নিখোঁজ ও হতাহত হওয়া স্বজনের জন্য আহাজারিতে ভারি হয়ে উঠছে নগরীর হাসপাতাল গুলোর বাতাস।
চট্টগ্রামের এই সংকটে এগিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন সহ সাধারণ নাগরিকগণ। রক্ত, জরুরী ঔষধ, খাদ্য নিয়ে নাগরিকগণ এই সংকট মোকাবিলায় তৎপর রয়েছে।
চমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সার্বক্ষনিক ভাবে এই ঘটনা পর্যবেক্ষন করছেন। গুরুতর দগ্ধদের সামরিক হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হচ্ছে।













