১২ নভেম্বর ২০২৫

চন্দনাইশে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

রোববার (৫ জুন) সকাল ৮টায় উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দেওয়ানহাট এলাকায় জসিম কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালকের নাম মো. ইউসুফ। তিনি সাতকানিয়া খাগরিয়া এলাকার নুর আলমের ছেলে।

আহতরা হলের— রোজি আক্তার (২১), মো. রফিক (৩০), সেকান্দার আলী (৩৫), মো. বাবু (২১), মো. আজিজ (২১) ও আব্দুল লতিফ (৬০)।

দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট জসিম কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজিচালক নিহত ও বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা দুটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের বুঝিয়ে দেয়া হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ