বাংলাধারা ডেস্ক »
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সীতাকুণ্ডের বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা আছে তাদের খুঁজে বের করতে হবে। বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে। এর জন্য যারা দায়ী তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
সোমবার (৬ জুন) দুপুরে সীতাকুণ্ডের বিস্ফোরণস্থল বিএম কনটেইনার ডিপো পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘এই ধরনের প্রতিষ্ঠান যাতে আর না গড়ে ওঠে, যারা আইন তোয়াক্কা করে না। সে বিষয়ে সরকারকে কঠোর হতে হবে। যদি প্রতিষ্ঠান গড়েও ওঠে তাহলে যথাযথ আইনকানুন মেনে পরিচালিত করতে হবে। আমরা আরও একটা বিষয় লক্ষ করছি এ ধরনের প্রতিষ্ঠান কারা করছে। এরা মূলত সরকারের কাঁধে ভর করে সরকারের পক্ষের লোকজন। এদের কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না।’
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এই ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের সুচিকিৎসা চাই, যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারদের অন্ততপক্ষে উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসন করতে হবে। এ ছাড়া এখানকার চার কিলোমিটার এলাকাজুড়ে থাকা মানুষেরা দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে। তাঁদেরও ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। এটা ছাড়া কথায় কথায় মায়াকান্না, শোক বিবৃতি দিলে আমরা এটা ছাড়ব না।’
এর আগে গত শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বর্তমানে বিএম কনটেইনার ডিপোতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ ব্যক্তি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাঁদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন।













