আন্তর্জাতিক ডেস্ক »
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কটূক্তির দায়ে আলোচিত-সমালোচিত ইউটিউবার রোদ্দূর রয়কে গ্রেফতার করা হয়েছে। আজ (০৭ জুন) দেশটির গোয়া রাজ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ফেসবুক লাইভে রোদ্দূর রয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করেন। এরপর তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়।
গত শনিবার তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত চিৎপুর থানায় রোদ্দূর রয়ের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলেন, রোদ্দুর রয় ফেসবুকে মমতা, অভিষেকসহ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কটাক্ষ করেন। ব্যবহার করেন অশ্লীল ভাষা।
অভিযোগ দায়ের হয়েছে শুনে রোদ্দূর রয় তখন ফেসবুকে বলেন, “আপনি কি রাষ্ট্র ও পলিটিক্যাল হারামিদের থেকে কেস খেতে চান? আজই জয়েন করুন ‘মোক্সা কেস রেসিপি’ ওয়ার্কশপ”।
তার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রোদ্দূর রয়ের মুক্তিও দাবী জানিয়েছেন অনেকে।













