বাংলাধারা ডেস্ক »
সাতকানিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং এর দায়ে সুকুমার সূত্রধর নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আসামী সুকুমার সূত্রধর উপজেলার পুরানগড় এলাকার সুনীল সূত্রধরের ছেলে।
আজ (৭ জুন) দুপুর ১২টায় এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা।
স্থানীয়রা জানায়, বেশ কদিন যাবৎ স্কুলে যাওয়ার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো সুকুমার। প্রতিদিনের মতো আজও ইভটিজিং করার সময় আমরা তাকে আটক করে পুলিশে খবর দিই। পরবর্তীতে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডিত করে জেল হাজতে পাঠানো হয়।
ইউএনও ফাতেমা তুজ-জোহরা বলেন, চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে এক যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।













