বাংলাধারা ডেস্ক »
লোকালয়ের আশাপাশে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের তালিকা করে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সামনে তথ্য সহায়তা কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এ সময় সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত ৫ পরিবারের সদস্যদের হাতে নগদ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে আমরা লোকালয়ের আশেপাশে গড়ে ওঠা বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান চিহ্নিত করেছি। আগামী সপ্তাহে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত হবে। প্রতিষ্ঠানগুলো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।













