২৯ অক্টোবর ২০২৫

মন্ত্রী-আমলাদের বিদেশে চিকিৎসা গ্রহণে পাক সরকারের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক»

অর্থনৈতিক সংকটে নাকাল পাকিস্তান। প্রবাসী ও রপ্তানি আয় কমায় পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান। পরিস্থিতি সামাল দিতে ব্যয় সংকোচন নীতি গ্রহন করেছে দেশটির সরকার। সেই নীতিরই অংশ হিসেবে এবার মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা গ্রহণে এসেছে নিষেধাজ্ঞা।

গতকাল (৭ জুন) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এ সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মরিয়াম আওরঙ্গজেব বলেন, গুরুত্বপূর্ণ সরকারি সফর ছাড়া সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা নেওয়াতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি আরওবলেন, মন্ত্রী ও আমলাদের জন্য বরাদ্দকৃত জ্বালানি কোটার ৪০ শতাংশ কমানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সরকারি পর্যায়ে গাড়ি ক্রয়, সরকারি দপ্তরে মধ্যাহ্নভোজ, আপ্যায়ন ও নৈশভোজ আয়োজনও নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে সরকারি বৈঠকগুলো ভার্চ্যুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন