২৯ অক্টোবর ২০২৫

মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন

বাংলাধারা ডেস্ক »   

২০২২-২৩ অর্থ বছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় অংকের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্যঅনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ৷ এবারের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকাআজ জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ (৯ জুন) দুপুরে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিতে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।  

২০২২-২৩ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী বাজেট বক্তব্য দেবেন, এর নাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’।

বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। যার মধ্যে আয় ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। যার মধ্যে ঘাটতি থাকছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা মোটানো হবে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে।

আরও পড়ুন