২৪ অক্টোবর ২০২৫

কক্সবাজার এনডিএম’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাধারা ডেস্ক »

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কক্সবাজার জেলা শাখার ১ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুন) সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এনডিএম কক্সবাজার জেলা শাখার আহবায়ক মো. সেলিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ।

এনডিএম কক্সবাজার জেলা শাখার ১ম ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন এনডিএম’র যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, এনডিএম’র বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ।

সম্মেলন শেষে কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আগত ডেলিগেটদের সমর্থনে মো. সেলিমকে কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেন এনডিএম’র যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

আরও পড়ুন