৭ নভেম্বর ২০২৫

৬ উপজেলার ১৮ ইউপিতে ভোট গ্রহণ শুরু, সহিংসতার আশঙ্কা প্রার্থীদের

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের ৬ উপজেলার ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানখার প্রার্থীরা সহিংসতার আশঙ্কা প্রকাশ করছেন।

এবারের নির্বাচনে পটিয়া ও আনোয়ার উপজেলার দুটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও বাকি ১৬ টি ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৫ জুন) সকাল ৮ থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আশা করছি কোনো ধরণের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি টহলে থাকবে র্যাবের টহল টিম। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রটগণ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

এদিকে, নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থীরা। বিশেষ করে বাঁশখালী উপজেলা প্রায় ১৩ ইউনিয়নে নির্বাচনের নির্বাচনী উত্তাপ এরই মধ্যে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এ উপজেলায় ১৪ ইউপিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন নিয়ে আ.লীগের প্রার্থী মন্তব্য করায় চাম্বল ইউনিয়নের ভোগ গ্রহণ স্থগিত করা হয়।

এবার নির্বাচনে ১৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৩২১ জন। মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯৪ জন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ