৭ নভেম্বর ২০২৫

আনোয়ারায় পরৈকোড়া ইউপিতে নৌকার প্রার্থী জয়ী

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় পরৈকোড়া ইউপি উপ- নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী বাবুল। তিনি ৮৫২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বুধবার নির্বাচন শেষে সন্ধ্যা সাড়ে ৭ টায় রিটার্ণিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম বেসরকারি ভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন মোহাম্মদ আলী আনারস প্রতীকে ১১৮ ভোট, নাজিম উদ্দিন সুজন মোটর সাইকেল প্রতীকে ৬৬ ভোট, হাসান জিয়াউল ইসলাম ঘোড়া প্রতীকে ৫৭ ভোট, মো. নাজিম টেলিফোন প্রতীকে ৪২ ভোট ও আব্দুল মালেক মানিক চশমা প্রতীকে ৩৫ ভোট।

নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, আবারো প্রমাণিত হল পরৈকোড়া ইউনিয়ন নৌকার ঘাঁটি। আমি পরৈকোড়া ইউনিয়নের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায়। আমি আগামীতে সকলকে সাথে নিয়ে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করব।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ