৭ নভেম্বর ২০২৫

‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপস খুঁজে দিল দামি আইপ্যাড ও ব্যাগ

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বাণিজ্যমেলা এসে রাস্তায় সিএনজি অটোরিকশায় ব্যাগ রেখে যান আমেরিকা প্রবাসী জাহাাঙ্গীর আলমের স্ত্রী জেসমিন আক্তার। এ সময় মেলার পুলিশ কন্ট্রোল রুমে বিষয়টি জানানোর পর দায়িত্বে থাকা এসআই মো. আব্দুল লতিফ ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের ডেটাবেসের সহযোগিতায় ২ ঘণ্টার মধ্যে ব্যাগটি উদ্ধার করেন।

বুধবার (১৫ জুন) প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলেকে নিয়ে আগ্রাবাদ থেকে সিএনজি অটোরিকশা যোগে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় আসার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর দেড়টার সময় বাণিজ্যমেলায় প্রবেশের পর জেসমিন আক্তার বুঝতে পারেন দামি আইপ্যাডসহ সন্তানের স্কুল ব্যাগ সিএনজিতে রেখে আসেন। পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা এসআই মো. আব্দুল লতিফ সিসিটিভি ফুটেজ থেকে গাড়িটি চিহ্নিত করে ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের ডেটাবেসের মাধ্যমে চালক ও মালিকের তথ্য সংগ্রহ করে মাত্র দুই ঘণ্টার মধ্যে আইপ্যাড ও স্কুল ব্যাগ জেসমিন আক্তারের হাতে তুলে দেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ