৭ নভেম্বর ২০২৫

রামপুরায় বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উন্মোচন করলেন শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি উন্নয়নশীল, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন।

তিনি বৃহস্পতিবার (১৬ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কার্যালয়ের প্রধান ফটকে চসিকের ১ নম্বর প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর লিটনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতির আকারে ম্যুরাল নির্মাণের উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

জানা গেছে, নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম ম্যুরাল।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ম্যুরাল উন্মোচন করা হয়েছে। ম্যুরাল উন্মোচন শেষে মোনাজাত করা হয়। উদ্বোধনের পর শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্নস্তরের মানুষ ম্যুরালের বেদিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা ও স্বাধীন মানচিত্র দিয়ে গেছেন। তিনি তার সারা জীবন ধরে গরীব, দুঃখী ও মেহনতী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাস্তবায়ন করছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিনন্দন ম্যুরাল নির্মান করায় তিনি প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনকে ধন্যবাদ জানান। এসময় তিনি বঙ্গবন্ধুর ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে নগরীর অন্যান্য ওয়ার্ড কাউন্সিলরদেরও এধরণের উদ্দ্যেগ গ্রহণের পরামর্শ দেন। ওয়ার্ড কার্যালয়ের মূল ফটকে স্থাপিত এ ম্যুরালটিতে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু আর তারই কন্যা বাঙালির অর্থনৈতিক মুক্তির সপ্ন সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

প্যানেল মেয়র-১ ও রামপুর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর আবদুস সবুর লিটন বলেন, জাতির পিতার জন্ম না হলে আজ আমরা স্বাধীন দেশ, পতাকা পেতাম না। ২৫ নং রামপুর ওয়ার্ডে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল দরকার ছিল। মহান নেতার ম্যুরাল নির্মাণ করতে পেরে আমি গর্বিত। জাতির পিতার স্মৃতি সরংক্ষণ এবং নতুন প্রজন্মের নিকট জাতির পিতার অবদান তুলে ধরার লক্ষ্যেই টাইলস ম্যুরাল নির্মাণ করা হয়েছে। জাতির পিতার নবনির্মিত ম্যুরালটির মাধ্যমে বর্তমান প্রজন্মের শিশুরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস বিষয়ে আরও বেশি জানতে উৎসাহী ও অনুপ্রাণিত হবে এমনটাই প্রত্যাশা। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাহসের প্রতীক, অর্থনৈতিক মুক্তির সপ্ন সারথি প্রধানমন্ত্রী। তার প্রতি শ্রদ্ধা আর সম্মানের বহিঃপ্রকাশ থেকেই ম্যুরাল নির্মাণ।

মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান খোকন বলেন, এখন থেকে জাতীয় দিবস কিংবা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে অন্য কোথাও যেতে হবে না। নিজেদের ওয়ার্ড কার্যালয়ে রামপুরবাসী শ্রদ্ধা নিবেদন করতে পারবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ