২৮ অক্টোবর ২০২৫

ত্রাণ নিয়ে সুনামগঞ্জের দুর্গম বন্যাকবলিত এলাকায় ফারাজ করিম

রাস্তাঘাট তলিয়ে গেছে বন্যার পানিতে। নদী উপচে শহরের প্রতিটি বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি।

কোথাও কোমরসমান, কোথাও বুকসমান পানি। এ চিত্র সুনামগঞ্জ শহর ও বিভিন্ন এলাকার।

পানিতে তলিয়ে থাকায় সড়কপথে জেলা শহরের সঙ্গে যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে গেছে। একাধিক বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় জেলায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ আছে। মুঠোফোনের নেটওয়ার্ক নেই, ইন্টারনেট সেবাও বন্ধ। কার্যত পুরো জেলা এখন সারা দেশ থেকে বিচ্ছিন্ন।

ঘরবাড়ি ছাড়া লাখ লাখ মানুষ। আবার অনেকেই শেষ সম্ভল আখড়ে ধরে পড়ে আছেন।

এম পরিস্থিতিতে কোনো ধরনের জীবন রক্ষাকারী সুরক্ষা পোশাক ছাড়াই খরস্রোতা সুরমা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে সুনামগঞ্জের দুর্গম বন্যাকবলিত এলাকা দোয়ারা বাজারের পথে ২ ট্রলার ত্রাণ নিয়ে রওনা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

৫ হাজারের বেশি পরিবারের জন্য জরুরি ওষুধ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে মঙ্গলবার (২১ জুন) সকাল ৬টায় তিনি যাত্রা শুরু করেন।

নদীপথে স্রোতের গতি বেশি থাকায় তাদের যেতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেজের মাধ্যমে জানান, আমাদের জীবন রক্ষার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীন। সবকিছু তার ইচ্ছাই হবে৷ সুনামগঞ্জের দোয়ারা বাজারের পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সরবরাহ করা হয়নি। তাই কালবিলম্ব না করে আমরা দ্রুত সেখানে যাত্রা শুরু করেছি।

সোমবার থেকেই সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা, দারাইর গাও, মইনপুর, হাল্লরগাও, খাইনতর, গোদার গাওসহ বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান ফারাজ করিম চৌধুরী৷

আরও পড়ুন