বাংলাধারা প্রতিবেদক »
লোহাগাড়ার পদয়া এলাকায় অভিযান চালিয়ে ৫টি ওয়ান শুটারগানসহ রিয়াদ (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এছাড়াও তারে কাছ থেকে ৩টি কার্তুজ, ১টি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়।
রোববার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক রিয়াদ লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার মো. মোজাফ্ফরের ছেলে।
বিষয়টি জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার। তিনি জানান, আসামি লোহাগাড়া এলাকায় একটি অস্ত্রের সিন্ডিকেট গড়ে তুলেছে, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিক্রির উদ্দেশে মজুদ করে রেখেছে তার নিজ বসত ঘরে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ, ১টি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, তারা মূলত অস্ত্রগুলো ৩ ধরনের কাজে ব্যবহার করত। মাদকদ্রব্য কেনা বেচার সময় বেকআপ দেওয়া, তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাসানোর জন্য এবং নির্বাচন বা বিভিন্ন উপলক্ষ্যে অস্ত্রসমূহ ভাড়া দেওয়া।
আটকের বিরুদ্ধে পরবর্তী আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।













