বাংলাধারা প্রতিবেদক »
নগরীর বায়েজিদ বোস্তামী সড়কের উভয় পােশ ফুটপাত ও নালা দখল করে অবৈধভাবে গড়ে তোলা দু’শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় ফুটপাত ও মালামাল রাস্তায় রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৮ দোকানির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২১ জুন) বায়েজিদ বোস্তামী সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব এসম জরিমানা আদায় করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইবকাল বাবু উপস্থিত ছিলেন।
অন্যদিকে একইদিন নগরীর লালখান বাজার থেকে ওয়াসা, কাজির দেউরী রোড ও কে বি ফজলুল কাদের রোডে অভিযান পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় তিনি ফুটপাত থেকেও অবৈধ দোকান উচ্ছেদসহ অবৈধ এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।













