২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশু তাজলোমা সুনতানা মিশি (৬) আমির হোসেন সর্দার পাড়ার বাসিন্দার মিনহাজ উদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল তিনটায় চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক ভাবির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাজলোমা সুনতানা মিশি রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় বেপরোয়া গতিতে একটি অটোরিকশা (টমটম) এসে মিশিকে ধাক্কা দিলে রাস্তায় পাশে পড়ে গিয়ে মিশি মাথায় আঘাত পায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার পরিদর্শক (ওসি)। তিনি জানান, নিহতের পরিবার মামলা করছে না। উনারা নিজেরাই মিটমাট করে ফেলেছেন।

আরও পড়ুন