৭ নভেম্বর ২০২৫

নারায়নহাট ইসলামিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হলেন রাকিবুল আলম চৌধুরী

বাংলাধারা প্রতিবেদক »

ফটিকছড়ির নারায়নহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন শিল্পপতি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আরডিএম গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।

সোমবার (২৭ জুন) বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা বোর্ড এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।

নারায়নহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন বিষয়টি জানিয়েছেন।

সভাপতি হওয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ ও পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর কৃতজ্ঞতা প্রকাশ করে রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘নারায়নহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হবে।’

তিনি এই মাদ্রাসাকে একটি আদর্শ জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলে এর মাধ্যমে নৈতিক, মানবিক ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এতে মাদ্রাসা বোর্ডেরও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ