৭ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় চার হাজার ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের লোহাগাড়ায় চার হাজার ২৫০ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

সে দিনাজপুর সদর থানার পুর মসজিদ সংলগ্ন মোজাম্মেল হকের ছেলে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উল্লিখিত এলাকায় বুধবার ভোরে থানায় কর্মরত এসআই মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আমিনকে চার হাজার ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ