চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় লায়ন্স চক্ষু হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি স্বল্প খরচে রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছে। এখানে ২৫ হাজার টাকার চোখের অপারেশন মাত্র ৫ হাজার টাকায় করে থাকে।
বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ রোগী এ হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
জানা যায়, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে বর্তমানে ২৫ জন চিকিৎসক প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এ হাসপাতালের পূর্ণাঙ্গ নাম ‘চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল’। অন্যান্য বেসরকারি হাসপাতালে যেখানে চোখের চিকিৎসায় ২৫-৩০ হাজার টাকা খরচ হয়, সেখানে এ হাসপাতালে তা মাত্র ৫ হাজার টাকায় করা হয়।
আরও বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন-
সেবার মান অনেক ভাল বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী নাফিসা হক বলেন, কম খরচে ভাল চিকিৎসার জন্য লায়ন্সই বেস্ট। এখানে পরিবেশ অনেক ভাল। চিকিৎসা নিতে কোনো ভোগান্তি পোহাতে হয় না। তাছাড়া, এ হাসপাতালে বেশ কয়েকটি ধাপে পরীক্ষা করা হয়।
রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার নাজমুল হক রবিন।
টাকা না থাকলে কেউ চিকিৎসা না করিয়ে ফেরত যাবে না বলে জানান হাসপাতালটির চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, আমাদের এ হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি বিশ্বের সবচেয়ে নামি দামি ব্রান্ডের। বড় লোকেরা অন্যান্য নামি দামি হাসপাতালে যে সেবা নিয়ে থাকেন, গরিবরাও একই সেবা পেয়ে থাকেন এ হাসপাতালে।
তিনি আরও বলেন, আমাদের এখানে ২০০ টাকায় চিকিৎসা সেবা দেওয়া হয়। কেউ যদি ২০০ টাকাও না দিতে পারে তাহলে আমাদের এ হাসপাতাল থেকে ফিরে যাওয়ার কেনো সুযোগ নেই। আমরা গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি।













