১০ নভেম্বর ২০২৫

র‌্যাবের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, টেকনাফে আত্মস্বীকৃত মাদক কারবারি এনাম গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মস্বীকৃত মাদককারবারি এনামুল হক গ্রেফতার করেছে পুলিশ।

র‍্যাবের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (৩০ জুন) সকালে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

আটক এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এনামুল হকের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। ২০১৯ সালে আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী হিসেবে আত্মসমর্পণকারিদের একজন।

র‍্যাবের কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালানো হবে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন